Tuesday, December 23, 2008

একের অধিক Yahoo Messenger এক সংগে ব্যবহার করা!

একের অধিক Yahoo Messenger এক সংগে ব্যবহার করা!

হ্যাঁ সম্ভব (যদিও কারও কারও বিষয়টি জানাও থাকতে পারে)

কি করতে হবে??

যা করতে হবে-
১। কম্পিউটারের Start মেনু থেকে Run এ ক্লিক করে regedit টাইপ করে Enter key প্রেস করুন। (রেজিষ্ট্রি ফাইল এডিট করার জন্য )

২। Registry Editor চালু হলে hkey_current_user তে ক্লিক করে 
Software 
Yahoo
Pager 
test পর্যন্ত যান।

৩। এখানে ডান পাশের পেনেলে মাউসের রাইট বাটন ক্লিক করে 
New থেকে DWORD Value তে ক্লিক করুন। (যা Edit - New - DWORD থেকে করা যাবে)

৪। এক rename করে Plural হিসাবে সেভ করুন।

৫। এখন Plural এর উপর double click করে Value data কে 1 এবং Base in Decimal রেডিও বাটনে ক্লিক করে Ok করুন এবং Registry Editor থেকে বের হয়ে আসুন।

কাজ শেষ!!!!

এখন 
একের অধিক Yahoo Messenger ব্যবহার করে আনন্দ উপভোগ করুন ।

No comments:

Post a Comment