একের অধিক Yahoo Messenger এক সংগে ব্যবহার করা!
হ্যাঁ সম্ভব (যদিও কারও কারও বিষয়টি জানাও থাকতে পারে)
কি করতে হবে??
যা করতে হবে-
১। কম্পিউটারের Start মেনু থেকে Run এ ক্লিক করে regedit টাইপ করে Enter key প্রেস করুন। (রেজিষ্ট্রি ফাইল এডিট করার জন্য )
২। Registry Editor চালু হলে hkey_current_user তে ক্লিক করে
Software
Yahoo
Pager
test পর্যন্ত যান।
৩। এখানে ডান পাশের পেনেলে মাউসের রাইট বাটন ক্লিক করে
New থেকে DWORD Value তে ক্লিক করুন। (যা Edit - New - DWORD থেকে করা যাবে)
৪। এক rename করে Plural হিসাবে সেভ করুন।
৫। এখন Plural এর উপর double click করে Value data কে 1 এবং Base in Decimal রেডিও বাটনে ক্লিক করে Ok করুন এবং Registry Editor থেকে বের হয়ে আসুন।
কাজ শেষ!!!!
এখন
একের অধিক Yahoo Messenger ব্যবহার করে আনন্দ উপভোগ করুন ।
No comments:
Post a Comment