Wednesday, March 18, 2009

আপনার ছবি নিখুঁত করুন খুব সহজেই

আমরা Photoshop এ বিভিন্ন প্লাগইন ব্যবহার করি। এই রকম একটি প্লাগইন হচ্ছে Grain Surgery। বর্তমানে দেশের বিভিন্ন স্টুডিওতে এই প্লাগইন ব্যবহার করছে। ছবিতে যদি দাগ কাটা ছেড়া থাকে, তা নিমিষেই Grain Surgery এর মাধ্যমে পরিষ্কার করা যায়। প্লাগইন টি ডাউনলোড হলে তা আনজিপ করে নিন। তার পর ফটোশপের Plug-Ins -> Filters ফোল্ডারে পেস্ট করুন। নতুন করে Photoshop চালু করুন। Filter মেন্যুতে Grain Surgery 2 দেখতে পাবেন।


Collection

No comments:

Post a Comment